বাংলাদেশের অর্থনীতি মূলত কৃষি নির্ভর। এদেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা ৯০ ভাগ প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল।
বাংলাদেশের মোট জাতীয় আয়ের প্রায় ৫১ ভাগ কৃষি হতে আসে। প্রত্যক্ষভাবে কৃষিতে নিয়োজিত জনসংখ্যা দেশের মোট জনসংখ্যার প্রায় শতকরা ৭৫ ভাগ। বৈদেশিক মুদ্রার সিংহভাগ (প্রায় ৬০%) আসে কৃষিজপণ্য রপ্তানি হতে। তাই দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার লক্ষ্যে কৃষি ব্যাংক প্রতিষ্ঠা করা হয়। সুতরাং এই দেশের কৃষি তথা অর্থনৈতিক উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা ও গুরুত্ব ব্যাখ্যা বিশ্লেষণের অপেক্ষা রাখে না।
বাংলাদেশের কৃষির প্রধান সমস্যা হ'ল প্রয়োজনীয় মূলধন তথা পর্যাপ্ত সার, বীজ, পানি সেচ, আধুনিক কৃষি যন্ত্রপাতি ও প্রযুক্তি। কৃষি ব্যাংক কৃষকদিগকে মৌসুমী ঋণ, স্বল্পমেয়াদি ঋণ, মধ্যমেয়াদি ঋণ ও দীর্ঘমেয়াদি ঋণ প্রদান করে মূলধনের যোগান দেয়। ফলে কৃষকগণ সহজেই তাদের প্রয়োজনীয় মূলধন পেয়ে থাকে। নিম্নে কৃষির বিভিন্ন খাতের উন্নয়নে কৃষি ব্যাংকের ভূমিকা আলোচনা করা হ'ল:
১. চাষাবাদ :
চাষাবাদের জন্যে কৃষকের প্রয়োজন হয় হালের গরু, বীজ, সার, পানি, শ্রমিক, কীটনাশক, ওষুধ ইত্যাদির। এই লক্ষ্যে কৃষি ব্যাংক কৃষকদিগকে বীজ, সার, ও কীটনাশক ওষুধ এবং শ্রমিকের মজুরি প্রদানের জন্যে স্বল্পমেয়াদি ও মৌসুমী ঋণ প্রদান করে। পক্ষান্তরে হালের গরু, কৃষি যন্ত্রপাতি পানি সেচের জন্যে নলকূপ ইত্যাদি ক্রয় এবং ভূমি উন্নয়ন, পুকুর ও খাল খনন কৃষিভিত্তিক ক্ষুদ্র ও কুটির শিল্প ইত্যাদি কার্যে ব্যয় নির্বাহের জন্যে? মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণদান করে থাকে। ফলে কৃষকদের আর্থিক সমস্যা দূর। হয় এবং কৃষি উৎপাদন বৃদ্ধি পায়।
২. মৎস্য চাষ ও পশুপালন :
কৃষকদের আর্থিক উন্নতি ও দেশের অর্থনীতির দ্রুত বিকাশের লক্ষ্যে কৃষি ব্যাংক মৎস্য চাষ, পশুপালন ও হাঁস- মুরগির খামার প্রতিষ্ঠার জন্যে পর্যাপ্ত ঋণ প্রদান করে।
৩. বন ও উদ্যান উন্নয়ন:
দেশের গৃহ নির্মাণ, আসবাবপত্র তৈরি এবং জ্বালানি কাঠের ক্রমবর্ধমান চাহিদা পূরণের লক্ষ্যে কৃষি ব্যাংক বন ও উদ্যান। উন্নয়ন এর জন্যে প্রচুর ঋণ ও বিশেষ মূলধন সাহায্য প্রদান করে।
৪. কৃষিনির্ভর ক্ষুদ্র ও কুটির শিল্পের উন্নয়ন:
কৃষির মৌসুমী ও ছদ্ম বেকারত্ব দূরীকরণার্থে কৃষি নির্ভর ক্ষুদ্র ও কুটির শিল্প প্রতিষ্ঠা ও পরিচালনার জন্যে কৃষি ব্যাংক কৃষকদিগকে মধ্য ও দীর্ঘমেয়াদি ঋণদান করে। ফলে দেশের বেকারত্ব হ্রাস পায় এবং পারিবারিক আয় বৃদ্ধি পায়।
মোটকথা, দেশের কৃষি উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ কৃষি ব্যাংক কৃষকদেরকে সম্ভাব্য সকল উপায়ে আর্থিক ও প্রযুক্তিগত সাহায্য সহযোগিতা প্রদান করে কৃষকদের আর্থিক উন্নয়ন তথা দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রসঙ্গত উল্লেখ্য যে উত্তর বঙ্গে কৃষি উন্নয়ন দ্রুততর করার লক্ষ্যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছে।
0 Comments