প্রশ্ন: মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্ক আলোচনা কর। অথবা, মোট উপযোগ রেখা ও প্রান্তিক উপযোগ রেখা অংকন কর ও তাদের সম্পর্ক ব্যাখ্যা কর ।
উত্তর: একটি নির্দিষ্ট সময়ে কোন ভোক্তা একটি নির্দিষ্ট দ্রব্যের বিভিন্ন একক ভোগ ব্যাখ্যা কর। করলে প্রতিটি একক থেকে সে একটি নির্দিষ্ট উপযোগ লাভ করে। বিভিন্ন একক থেকে প্রাপ্ত উপযোগের সমষ্টিকে উক্ত দ্রব্যের মোট উপযোগ বলা হয়।
ধরা যাক, একটি নির্দিষ্ট সময়ে ভোক্তা x দ্রব্যের 3টি একক X1, X2এবং X3 ভোগ করে। এমতাবস্থায় X দ্রব্য থেকে প্রাপ্ত মোট উপযোগ হবে--
TUx = ( X1 এককের উপযোগ) + ( X2 এককের উপযোগ) + ( X3এককের উপযোগ)
প্রান্তিক উপযোগ (Marginal Utility) : অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখে কোন দ্রব্যের ভোগ এক একক বৃদ্ধি করার দরুণ ভোক্তা যে পরিমাণ বাড়তি উপযোগ পায় তাকে আলোচ্য দ্রব্যের প্রান্তিক উপযোগ (MU) বলা হয় । সাংকেতিকভাবে বলা যায়, MU = [n সংখ্যক এককের TU]-[(n-1) সংখ্যক এককের TU]
এখানে, MU = প্রান্তিক উপযোগ । TU = মোট উপযোগ ।
চিত্রে বর্ণনা নিয়ে চিত্রের সাহায্যে নোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যকার সম্পর্ক বর্ণনা করা হল—
উপরের,
(ক) চিত্রেঃ ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে মোট উপযোগ (TU) দেখানো হয়েছে। OX0 পরিমান একক ভোগের ক্ষেত্রে মোট উপযোগ XoM এখন দ্রব্যের একক বাড়ানোর সাথে সাথে মোট উপযোগ বাড়ে ঠিকই কিন্তু ক্রমহাসমান হারে বাড়ে। এই জন্য মোট উপযোগ রেখাটি (TUC) ডানদিকে বেঁকে ঊর্ধ্বগামী হয়েছে । OX1 পরিমাণ ভোগের ক্ষেত্রে মোট উপযোগ সর্বাধিক (X1 E পরিমাণ)। OX1 এর পরে ভোগ আরো বৃদ্ধি করা হলে মোট উপযোগ কমতে থাকে। এইজন্য E বিন্দুর পরে TUC নিম্নগামী।
(খ) চিত্রেঃ ভূমি অক্ষে ভোগের পরিমাণ এবং লম্ব অক্ষে প্রান্তিক উপযোগ দেখানো হয়েছে। OXo পরিমাণ ভোগের ক্ষেত্রে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ পরস্পর সমান (XoM পরিমাণ)। প্রান্তিক উপযোগ রেখা মোট উপযোগ রেখার ঢাল থেকে পাওয়া যায়। X0 এর পর থেকে X1 পর্যন্ত ভোগ বৃদ্ধির রাথে সাথে মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। ফলে প্রান্তিক উপযোগ রেখা ডানদিকে নিম্নগামী হয়েছে। OX1 পরিমাণ ভোগের ক্ষেত্রে মোট উপযোগ যখন সর্বোচ্চ তখন প্রান্তিক উপযোগ 0 (শূন্য)। OX1 এরপরে ভোগ আরো বৃদ্ধি করা হলে মোট উপযোগ কমতে থাকে ফলে প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয়ে পড়ে। এই জন্য X1 বিন্দুর পরে MUC ভূমি অক্ষের নীচে চলে গেছে।
উপরিউক্ত আলোচনার প্রেক্ষিতে মোট ও প্রান্তিক উপযোগের সম্পর্ক নিচে ব্যাখ্যা করা হল
১। মোট উপযোগ প্রান্তিক উপযোগের সমষ্টি অর্থাৎ TU = ∑MU ।
২। মোট উপযোগের পরিবর্তন (ΔTU) এবং ভোগের পরিবর্তনের (ΔQ) ভাগফল হল প্রান্তিক উপযোগ
অর্থাৎ MU = ΔTU÷ ΔQ
৩। মোট উপযোগ যখন ক্রমবর্ধমান হারে বাড়ে প্রান্তিক উপযোগ তখন কমতে থাকে।
৪। মোট উপযোগ যখন সর্বাধিক প্রান্তিক উপযোগ তখন শূন্য।
৫। মোট উপযোগ যখন কমতে থাকে প্রান্তিক উপযোগ তখন ঋণাত্মক। এভাবে দেখা যায় মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে গভীর সম্পর্ক বিদ্যামান।
বুঝতে সমস্যা হলে নিচের ভিডিওটি দেখে নিতে পারেনঃ ইউটিউব লিংকঃ
6 Comments
মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগ পরিবর্তিত হবে একটা সংখ্যসূচক উদাহরণের মাধ্যমে এবং বিষয়টি মার্শালের উপযোগতত্ত্বের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা বিশ্লেষণ
ReplyDeleteএটার উত্তরটা দিলে খুব উপক্রিত হবো
ভাষা গুলো খুব কঠিন ভাবে বলা হয়েছে। আরো সহজ ভাবে উল্লেখ করা ভালো ছিলো
ReplyDeleteআপনার গুরুত্বপূর্ণ মতামতের জন্য ধন্যবাদ
Deleteআলহামদুলিল্লাহ অনেক ভালো ✔️🎉
ReplyDeletethanks
Deletehelpful
ReplyDelete