অর্থনীতি বিষয়ে নমুনা সাক্ষাৎকার । অর্থনীতি বিষয়ে ভাইভা প্রশ্ন-উত্তর
নমুনা সাক্ষাৎকার-০১
প্রার্থী : আসসালামু আলাইকুম। ভিতরে আসব স্যার?
বাের্ড চেয়ারম্যান : ওয়াআলাইকুম আস-সালাম। আসুন, বসুন। আপনার নাম কি?
প্রার্থী : মােহাম্মদ কৈশিক মির্জা।
পরীক্ষক-১ : আপনার জেলার নাম কি?
প্রার্থী : হবিগঞ্জ।
পরীক্ষক-১ : আপনার জেলার বিখ্যাত একজন অর্থনীতিবিদের নাম বলুন।
প্রার্থী : শাহ এ এম এস কিবরিয়া।
পরীক্ষক-১ : আর একজন ব্যক্তিত্বের নাম বলুন যিনি বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রেখে চলেছেন?
প্রার্থী: ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ।
পরীক্ষক-১ : আচ্ছা আপনিতো অর্থনীতি বিষয়ে পড়ালেখা করেছেন, বলুন তাে, অর্থনীতির জনক কে?
প্রার্থী : অর্থনীতির জনক- জন অ্যাডাম স্মিথ।
পরীক্ষক-২ : ব্যাংকরেট বলতে কি বােঝেন?
প্রার্থী : যে রেটে বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকসমূহকে অর্থ ঋণ প্রদান করে তাকে ব্যাংকরেট বলে।
পরীক্ষক-২ : সুদের হার (Rate of Interest) বলতে কি বােঝেন? বাংলাদেশে বর্তমানে সুদের হার কত?
প্রার্থী: ঋণগ্রহীতা ঋণদাতাকে অর্থ ব্যবহারের বিনিময়ে যে হারে মূল টাকার অতিরিক্ত অর্থ প্রদান করে তাকে সুদের হার (Rate of Interest) বলে। এই হার সম্পূর্ণ অনির্দিষ্ট। বিভিন্ন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন রকম সুদের হার নির্ধারণ করে থাকে।
পরীক্ষক-২ : মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব পদ্ধতি (Fiscal Policy) কি?
প্রার্থী: কতিপয় রাজস্বনীতির মাধ্যমে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। রাজস্ব নীতির মধ্যে নিম্নলিখিত ব্যবস্থা রয়েছে :
ক. সরকারি ব্যয় হ্রাস,
খ. করের পরিমাণ বৃদ্ধি, ।
গ. জনসাধারণের নিকট থেকে সরকার কর্তৃক ঋণ গ্রহণ,
ঘ. সঞ্চয় প্রবণতা বৃদ্ধি ইত্যাদি।
পরীক্ষক-৩ : মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ (Direct Control) পদ্ধতিগুলাে কি কি?
প্রার্থী : আর্থিক ও রাজস্ব পদ্ধতি ছাড়াও মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের জন্য সরকার নিম্নোক্ত প্রত্যক্ষ ব্যবস্থা অবলম্বন করতে পারে :
ক. দাম নিয়ন্ত্রণ ও রেশনিং,
খ. মজুরি নিয়ন্ত্রণ,
গ, উৎপাদন বৃদ্ধি,
ঘ. ফটকা কারবার নিয়ন্ত্রণ, ।
ঙ. আমদানি বৃদ্ধি,
চ, প্রচলিত মুদ্রা নিয়ন্ত্রণ ইত্যাদি।
পরীক্ষক-৩ : আর্থিক মধ্যস্থতাকারী’ কাকে বলে?
প্রার্থী : Financial Intermediary বা আর্থিক মধ্যস্থতাকারী হচ্ছে এমন প্রতিষ্ঠান যা অর্থ সংরক্ষণ করে বা জনসাধারণের নিকট হতে অর্থ জমা রাখে এবং প্রয়ােজনীয় খাতে ঋণ প্রদান করে।
বাের্ড চেয়ারম্যান : আচ্ছা, আপনি এখন আসুন।
প্রার্থী : আসসালামু আলাইকুম।
নমুনা সাক্ষাৎকার-০২
প্রার্থী : আসসালামু আলাইকুম। ভিতরে আসতে পারি, স্যার?
বাের্ড চেয়ারম্যান : ওয়াআলাইকুম-আস-সালাম, আসুন, বসুন। আপনার নাম বলেন?
প্রার্থী: আহসানুল হক।
বাের্ড চেয়ারম্যান : অনার্সে আপনার পঠিত বিষয় কি ছিল?
প্রার্থী: স্যার আমার পঠিত বিষয় ছিল অর্থনীতি ।
পরীক্ষক-১ : তাহলে আপনাকে অর্থনীতি বিষয় থেকে কয়েকটি প্রশ্ন করি উত্তর দেন, বলুনতো একচেটিয়া বাজার কি?
প্রার্থী : একচেটিয়া বাজারে একটি মাত্র ফার্ম থাকে এবং এই ফার্মের উৎপাদিত দ্রব্যের কোনাে নিকটতম পরিপূরক থাকে না। নতুন ফার্মের প্রবেশ এই বাজারে নিষিদ্ধ থাকে।
পরীক্ষক-১ : মুক্তবাণিজ্য এলাকা কি?
প্রার্থী : দুই বা ততােধিক দেশ যখন তাদের নিজেদের মধ্যকার বাণিজ্যের ক্ষেত্রে শুল্কসমূহ দূরীভূত করে এবং অন্যান্য দেশের সাথে ভিন্ন ভিন্ন শুল্কসমূহ কার্যকরী রাখে তাকে Free-Trade Area বলে। যেমন : SAFTA (South Asian Free Trade Area)।
পরীক্ষক-১ : Customs Union বলতে কি বােঝেন?
প্রার্থী : দুই বা ততােধিক দেশ যখন তাদের নিজেদের মধ্যকার বাণিজ্যশুল্কসমূহ দূরীভূত করে এবং অপরাপর দেশের সাথে একটা সাধারণ শুল্ক হার গ্রহণ করে, তখন তাকে Customs Union বলে।
পরীক্ষক-২ : Terms of Trade বলতে কি বােঝেন?।
প্রার্থী : রপ্তানি মূল্যের সূচক এবং আমদানি মূল্যের সূচক-এর হারকে Terms of Trade বলে। Terms of Trade-এর উন্নতি বলতে বােঝায় রপ্তানি মূল্য আমদানি মূল্য অপেক্ষা অধিক হারে বৃদ্ধি পাওয়া।
পরীক্ষক-২: মানবজীবনে অর্থনৈতিক সমস্যার স্বরূপ ও বৈশিষ্ট্য আলােচনা করুন।
প্রার্থী: মানুষের জীবনে অভাব অসীম, কিন্তু অভাব মেটানাের উপকরণ সীমিত। সীমিত সম্পদের দ্বারা অসীম অভাব পূরণ করতে গেলে যেসব সমস্যার সৃষ্টি হয় তা নিম্নরূপ :
১. স্বল্পতার সমস্যা,
২. সম্পদের বিকল্প ব্যবহার সমস্যা,
৩. নির্বাচন সমস্যা,
৪. বিনিময় সমস্যা ইত্যাদি।
পরীক্ষক-২: অর্থনীতির আলোকে অভাব কি?
প্রার্থী : মানুষের বিভিন্ন রকম প্রয়ােজন মেটাতে পারে এরূপ বস্তুগত ও অবস্তুগত দ্রব্যসামগ্রী। পাওয়ার আকাঙ্ক্ষা বা ইচ্ছাকে অভাব বলা হয়। অভাবের বৈশিষ্ট্য নিম্নরূপ :
১. অভাব অসীম;
২. বিশেষ অভাব পূরণীয়;
৩, অভাব পরিমূলক;
৪. অভাব প্রতিযােগিতামূলক
পরীক্ষক-২ : অভাব কত প্রকার ও কি কি?
প্রার্থী : অভাব প্রধানত তিন প্রকার, যথা-
ক. প্রয়ােজনীয় অভাব; এটা আবার তিন প্রকার; যথা :
১. জীবনধারণের জন্য প্রয়ােজনীয়;
২. দক্ষতার জন্য প্রয়ােজনীয়;
৩. অভ্যাসজনিত প্রয়ােজনীয়।
খ. আরামপ্রদ অভাব;
গ. বিলাসজনিত অভাব।
পরীক্ষক-৩: উৎপাদন বলতে কি বােঝেন?
প্রার্থী : সাধারণ অর্থে উৎপাদন বলতে কোনাে কিছু সৃষ্টি করা বােঝায় । কিন্তু অর্থনীতিতে উৎপাদন বলতে প্রকৃতি প্রদত্ত সম্পদের উপযােগ বৃদ্ধিকে বােঝায়। আধুনিক অর্থনীতির ভাষায় উৎপাদন বলতে বােঝায় প্রাকৃতিক সম্পদের সাহায্যে বিনিয়ােগযােগ্য নতুন উপযােগ সৃষ্টি করা।
পরীক্ষক-৩ : মূলধন বলতে কি বােঝেন?
প্রার্থী : অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের দ্বারা তৈরি সেসব দ্রব্যসামগ্রীকে বােঝায়, যা বর্তমান ভােগে ব্যবহৃত না হয়ে অতিরিক্ত উৎপাদনে সহায়তা করে। অর্থনীতিবিদ বম বওয়ার্কের (Bohm-Bawerk) মতে, মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান।
পরীক্ষক-৩ : বাজার কাকে বলে?
প্রার্থী : সাধারণ অর্থে বাজার বলতে আমরা এরূপ একটি স্থানকে বুঝি, যেখানে ক্রেতাবিক্রেতার সমাগমে দ্রব্যসামগ্রীর ক্রয়-বিক্রয় হয়। কিন্তু অর্থনীতিতে বাজার দ্রব্যের সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ বাজার বলতে কোনাে দ্রব্য এবং ক্রেতা ও বিক্রেতার সমন্বয় বােঝায়, যা ক্রেতা-বিক্রেতার প্রত্যক্ষ বা পরােক্ষ দরকষাকষির মাধ্যমে। নির্ধারিত দামে ক্রয়-বিক্রয় হয়।
বােবার্ড চেয়ারম্যান : ধন্যবাদ, আপনি আসুন।
প্রার্থী : ধন্যবাদ, স্যার। আসসালামু আলাইকুম।
অর্থনীতি বিষয়ে নমুনা ভাইভা-০৩
প্রার্থী : ভিতরে আসব, স্যার? আসসালামু আলাইকুম।
পরীক্ষক-১ : ওয়া আলাইকুম আসসালাম। আসুন, বসুন।
প্রার্থী : ধন্যবাদ, স্যার।
পরীক্ষক-১: What is your name?
প্রার্থী : My name is Md. Rasel Iqbal Bayojid.
পরীক্ষক-১ : মুদ্রাস্ফীতি উপকারীও হতে পারে, কীভাবে?
প্রার্থী : স্বল্পমাত্রার মুদ্রাস্ফীতি, যেমন: ৩%-৫% হারে মুদ্রাস্ফীতি ব্যবসায়ীদের প্রণোদনা মুদ্রাস্ফীতি বাড়লে বেকারত্ব কমে দেয়।
পরীক্ষক-২: উন্নয়ন ও প্রবৃদ্ধির মধ্যে পার্থক্য কী?
প্রার্থী : উন্নয়ন হলো একটি গতিশীল ব্যাপক প্রক্রিয়া, যার দ্বারা দীর্ঘমেয়াদে একটি দেশের অর্থনীতিতে কাঠামোগত ও গুণগত ইতিবাচক পরিবর্তন সূচিত হয়। পক্ষান্তরে, প্রবৃদ্ধি একটি সংকীর্ণ ধারণা। কোনো নির্দিষ্ট সময়ে জাতীয় উৎপাদন এবং মাথাপিছু আয় বৃদ্ধির হারকে প্রবৃদ্ধি বলে।
পরীক্ষক-১: GDP এবং GNP এর মধ্যে পার্থক্য কী?
প্রার্থী : একটি দেশের অভ্যন্তরে এক বছরে চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবার বাজারের সামষ্টিক মূল্যই হচ্ছে জিডিপি বা Gross Domestic Product. আগের বছরের তুলনায় পরের বছরে এ উৎপাদন যে হারে বাড়ে সেটি হচ্ছে জিডিপির প্রবৃদ্ধি। জিডিপি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের প্রধান সূচক। পক্ষান্তরে, GNP : Gross National Product অর্থাৎ কোনো নির্দিষ্ট সময়ে, সাধারণত এক বছরে কোনো দেশের জনগণ মোট যে পরিমাণ চূড়ান্ত দ্রব্য বা সেবা উৎপাদন করে তার অর্থমূল্যকে মোট জাতীয় উৎপাদন বা জিএনপি বলে।
পরীক্ষক-৩ : প্রধানমন্ত্রীর পদ নেই এমন পাঁচটি দেশের নাম বলুন?
প্রার্থী: যুক্তরাষ্ট্র, দক্ষিণ আফ্রিকা, ইন্দোনেশিয়া, ব্রাজিল, ভেনিজুয়েলা।
পরীক্ষক-২: ২৫ মার্চ কালরাতে শহিদ বুদ্ধিজীবীদের কয়েকজনের নাম বলতে পারবেন?
প্রার্থী : জি স্যার। ২৫ মার্চের শহিদ বুদ্ধিজীবীগণ হলেন : ড. গোবিন্দচন্দ্র দেব, ড. মনিরুজ্জামান, ড. ফজলে রাব্বি প্রমুখ।
পরীক্ষক-১ : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোন কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন?
প্রার্থী :
ক. নারী শিক্ষা মন্দির বালিকা বিদ্যালয় (বর্তমানে শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়), টিকাটুলি, ঢাকা (১৯৫৬)।
খ. আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় (১৯৬৫)
গ. বেগম বদরুন্নেসা সরকারি কলেজ (১৯৬৭)।
ঘ. ঢাকা বিশ্ববিদ্যালয় (বাংলা) (১৯৭৩)।
পরীক্ষক-৩: সর্বশেষ গঠিত উপজেলার নাম বলুন।
প্রার্থী : কুমিল্লা জেলার লালমাই উপজেলা। (নোট : বাংলাদেশের সর্বশেষ গঠিত ৪৯২তম উপজেলা হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা)।
পরীক্ষক-৩: Exclusive Economic Zone কী?
প্রার্থী: মহীসোপান থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত কোনো সমুদ্রসীমাকে বলা হয় Exclusive Economic Zone.
পরীক্ষক-২: দায়মুক্তি বলতে কী বোঝায়?
প্ৰাৰ্থী : প্রজাতন্ত্রের কর্মচারী বা যে-কোনো ব্যক্তি দেশের প্রয়োজনে বা জাতীয় স্বার্থে (যেমন- মুক্তিযুদ্ধ) দেশের সীমানার ভিতরে আইন-শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে কোনো কাজ করে থাকলে সংসদ আইনের মাধ্যমে ঐ ব্যক্তির কার্যকে বৈধ করে নিতে পারবে এটাই দায়মুক্তি।
পরীক্ষক-১: What is Diplomatic immunity?
প্রার্থী: Diplomatic immunity is a form of legal immunity that ensures diplomats are given safe passage and are considered not susceptible or lawsuit or prosecution under the host country's laws, although they can still be expelled.
পরীক্ষক-১: What is a global recession?
প্রার্থী: It is a period of 'global economic slowdown.
পরীক্ষক-১: কনফেডারেশন কী?
প্রার্থী: বিভিন্ন রাষ্ট্রের মৈত্রী বা মিত্র সংঘকে কনফেডারেশন বলে। যেমন : সার্ক, ইউরোপীয় ইউনিয়ন, আসিয়ান ইত্যাদি।
পরীক্ষক-২: বাংলাদেশের মন্ত্রিসভার বর্তমান সদস্য কতজন?
প্রার্থী : বাংলাদেশের মন্ত্রিসভার বর্তমান সদস্য সংখ্যা ৫১ জন। (নোট : বাংলাদেশের মন্ত্রিসভার বর্তমান সদস্য সংখ্যা ৪৮ জন। পূর্ণমন্ত্রী-২৬ জন, প্রতিমন্ত্রী- ১৯ জন এবং উপমন্ত্রী- ৩ জন)।
পরীক্ষক-২: এলিজাবেথ টেইলর কী কারণে বিখ্যাত?
প্রার্থী : চলচ্চিত্রে অভিনয়ের জন্য (ক্লিওপেট্রা মুভিতে অভিনয়ের জন্য)।
পরীক্ষক-১: ধন্যবাদ। রাসেল ইকবাল আপনি এখন আসুন।
প্রার্থী : ধন্যবাদ, স্যার। আসসালামু আলাইকুম।
অর্থনীতি বিষয়ে নমুনা ভাইভা-০৪
প্রার্থী : আসসালামু আলাইকুম। আসতে পারি, স্যার?
পরীক্ষক-১: Yes, Come in. Please take your seat?
প্রার্থী: Thank you, Sir.
পরীক্ষক-১: What is your name?
প্রার্থী : My name is Shabnam Muntari.
পরীক্ষক-১ প্রার্থী: What is your academic background?
প্রার্থী: I completed my Honours & Masters in Economics from Dhaka University.
পরীক্ষক-১: লিবিয়া কোন সাগরের পাশে অবস্থিত?
প্রার্থী: ভূ-মধ্যসাগর।
পরীক্ষক-১: Your discipline was Economics. Who is called the founder father of Economics?
প্রার্থী: Adam Smith.
পরীক্ষক-২: Was Adam Smith an Economist?
প্রার্থী: No sir, he was a professor of Moral Philosophy at the University of Glasgow, Liverpool.
পরীক্ষক-৩: PRSP-এর স্লোগান কী?
প্রার্থী: Sorry sir, এটা বলতে পারছি না।
পরীক্ষক-১ : অ্যাম্বাসেডর অব কনসাস কাকে বলা হয়?
প্রার্থী : অং সান সু চিকে।
পরীক্ষক-৩: চারজন Head of the state এর নাম বলুন।
প্রার্থী : বাংলাদেশের আবদুল হামিদ এডভোকেট, ভারতের প্রণব মুখার্জি (বর্তমান রামনাথ কোবিন্দ), পাকিস্তানের মামনুন হুসাইন (বর্তমান আরিফ উর রেহমান আলভি) ও শ্রীলঙ্কার মৈথ্রিপাল সিরিসেনা (বর্তমান গোতাবায়ে রাজাপাকসে)।
পরীক্ষক-১ : সারা বিশ্বে আলোচিত এমন পাঁচটি Extremist গ্রুপের নাম বলুন।
প্রার্থী : আল-কায়দা, উলফা, JKLF, MNLF এবং কারেন।
পরীক্ষক-১ : জাতিসংঘের কয়টি সংস্থা বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করে?
প্রার্থী : Sorry sir, এটা মনে করতে পারছি না।
পরীক্ষক-১: পোর্ট সৈয়দ, আলেকজান্দ্রিয়া, ভ্যাঙ্কুভার বন্দরগুলো কোন কোন দেশে অবস্থিত?
প্রার্থী : পোর্ট সৈয়দ এবং আলেকজান্দ্রিয়া বন্দর মিশরে অবস্থিত। ভ্যাঙ্কুভার বন্দরটি কানাডায় অবস্থিত।
পরীক্ষক-২ : বাংলাদেশ ব্যাংক প্রতি ছয় মাস পর একটা নীতি ঘোষণা করে। এ নীতির নাম কী?
প্রার্থী : মুদ্রানীতি বা Monetary Policy.
পরীক্ষক-২ : মুদ্রানীতির হাতিয়ার কী কী?
প্রার্থী : মুদ্রানীতি হচ্ছে সুদের হার এবং সরবরাহ। তবে বিদেশি মুদ্রার সাথে এক্সচেঞ্জ রেট বা বিনিময় হারকেও অনেকে মুদ্রানীতির হাতিয়ার বলে মনে করেন।
পরীক্ষক-২: Describe SAPTA and SAFTA.
প্রার্থী: There are five stages of trade liberalization in international trade. The first stage is Preferential Trading Arrangement (PTA). To bring economic development is SAARC countries, the late president of Sri Lanka proposed preferential trading arrangements with member countries of SAARC on the seventh summit of SAARC in 1993. SAARC Preferential Trading Arrangement was activated on 8 December 1995. Through SAPTA trade was facilitated by SAARC countries by reducing tariff and non-tariff barriers. South Asian Free Trade Area (SAFTA) is the next state of trade liberalization and it is the next step of SAPTA. SAFTA was signed on 6 January 2004 and activated from 1 January 2006. If SAFTA is fully implemented, tariff and non-tariff, barriers will be fully removed in SAARC countries by 2015.
পরীক্ষক-২ : ৫টি Community country-এর নাম বলুন।
প্রার্থী: Sorry sir.
পরীক্ষক-১ : বাফার স্টেট কী?
প্রার্থী : যুদ্ধরত দুই রাষ্ট্রের মধ্যে অবস্থিত নিরপেক্ষ রাষ্ট্রকে বাফার স্টেট বলা হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ফ্রান্স ও জার্মানির মধ্যে অবস্থিত বেলজিয়াম বাফার স্টেট হিসেবে কাজ করেছিল।
পরীক্ষক-২ : ১৯৪৭ সালে ভারতীয় উপমহাদেশে দেশ বিভাগের সময় একটি মিশন চলছিল, মিশনটির নাম কী?
প্ৰাৰ্থী : র্যাডক্লিফ মিশন।
পরীক্ষক-১ : ম্যাপে দেখান বেনিন কোথায় অবস্থিত? Star Island কোথায় অবস্থিত?
প্রার্থী : বেনিন আফ্রিকা মহাদেশের টোগো, নাইজেরিয়া ও নাইজারের পার্শ্বে অবস্থিত। Star Island ম্যাপে নেই, এটি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত।
পরীক্ষক-১: Ok, Shabnam, you may go now.
প্রার্থী: Thank you all sir.
0 Comments