TOP Menu

অর্থের যোগানের উপকরণসমূহ কী?

অর্থের যোগানের উপকরণসমূহ
ছবি: অর্থের যোগানের উপকরণসমূহ


মুদ্রা, ব্যাংক নোট এবং ব্যাংকের আমানত এই নিয়ে অর্থের যোগান গড়ে উঠে । অর্থভিত্তিক অর্থনীতিতে এইগুলোই অর্থ হিসাবে বা অর্থের ভিত্তি হিসাবে বিবেচিত। এই ভিত্তি সম্প্রসারিত বা সংকুচিত হলে অর্থের যোগান যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায় ৷

আগেকার দিনে একমাত্র ধাতব মুদ্রাই অর্থ হিসাবে প্রচলিত ছিল। আজ- কাল ক্ষুদ্রমানের বিনিময় মাধ্যম হিসাবেই ধাতব মুদ্রাকে ব্যবহার করা হয় ৷ অর্থের মোট যোগানের এক নগণ্য অংশ হচ্ছে ধাতব মুদ্রা। এই ধাতব মুদ্রাগুলোও এখন প্রতীক মুদ্রা অর্থাৎ এদের বাহ্যিক মান অন্তর্নিহিত মূল্য থেকে অনেক বেশী। অন্যকথায় ধাতু হিসাবে এদের মূল্যের চাইতে মুদ্রা হিসাবে মূল্য বেশী।

অর্থের যোগানের এক গুরুত্বপূর্ণ উপকরণ হচ্ছে ব্যাংক নোট । আর এগুলো খুব দ্রুত পরিবর্তনশীলও নয়। ব্যাংক নোট প্রচার করার জন্য কিছু পরিমাণ জামানত রাখতে হয়, ফলে এর পরিমাণ জামানতের প্রেক্ষিতে সীমিত হয়ে পড়ে ৷ সাধারণতঃ মুল্যবান কোন সম্পদের ভিত্তিতে নোট প্রচারিত হয়। প্রায় দেশেই আজকাল শতকরা ৩০% ভাগ মূল্যের স্বর্ণ, রৌপ্য এবং বৈদেশিক মুদ্রার ভিত্তিতে নোট প্রচার করার রীতি প্রচলিত আছে। বাকী ৭০% ভাগ নোটের জন্য ট্রেজারী সার্টিফিকেট, বণ্ড ইত্যাদির ন্যায় জাতীয় সিকিউরিটি রাখার নিয়মও আছে। আর এছাড়া ব্যাংক নোট কেবল কেন্দ্রীয় ব্যাংক প্রচার করে থাকে ৷ কেন্দ্রীয় ব্যাংক সরকারের এবং অন্যান্য ব্যাংকের ব্যাংকার । ফলে দায়িত্বহীনভাবে কেন্দ্রীয় ব্যাংক লাগাম ছাড়া নোট প্রচার করতে পারে না । কেন্দ্রীয় ব্যাংকের একখণ্ড কাগজের টুকরো ছাড়া কিছুই না, কিন্তু বিনিময়ের মাধ্যম হিসাবে এর প্রতি সকলের আস্থা আছে বলে সর্বজনগ্রাহ্য দেশীয় মুদ্রা হিসাবে ব্যবহৃত হয় ।

অর্থ সরবরাহের বৃহত্তম ও দ্রুত পরিবর্তনশীল উপকরণ হচ্ছে ব্যাংকের আমানত । কোন বাণিজ্যিক ব্যাংক নোট প্রচলন করতে পারে না বটে কিন্তু নানা ধরনের বিনিময় মাধ্যম সৃষ্টি করে চাহিদা আমানত বৃদ্ধির মাধ্যমে অর্থের সরবরাহ বৃদ্ধি করতে পারে। চাহিদা আমানত আমানতকারীদের কাছে ব্যাংকের ঋণ ছাড়া আর কিছুই না । ব্যাংকের এই ঋণ অর্থ হিসাবে ব্যবহাত হয়। 

কথাটা স্পষ্ট করার জন্য উদাহরণ নিয়ে দেখা যাক ব্যাংকের ঋণ কিভাবে অর্থের যোগান বৃদ্ধি করে। ব্যাংকের মক্কেলরা ব্যাংকে দুই- ভাবে আমানত হিসাব খুলতে পারে : (১) নগদ অর্থ ব্যাংকে জমা দিয়ে, (২) ব্যাংক থেকে ধার নিয়ে। এই দুই ক্ষেত্রে ব্যাংক থেকে আদায়ের দাবী প্রতিষ্ঠিত হয়। এর অর্থ ব্যাংকের ঋণ বৃদ্ধি পেলে অর্থের প্রচলন বা সরবরাহ বৃদ্ধি পায় ৷ এখন প্রশ্ন হল, ব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে একজন কিভাবে চাহিদা আমানত সৃষ্টি করে ? যখন ব্যাংক কাউকে ধার দেয় তখন প্রাথমিকভাবে নগদ অর্থ দেয় না, বরং তার নামে ঐ অর্থের আমানত হিসাব খুলে চেকের মাধ্যমে অর্থ উঠানোর ক্ষমতা দেয়। এমনিভাবে ব্যাংক যখনই ঋণ দেয় তখনই চাহিদা আমানত সৃষ্টি হয় । 

এই আমানত চেকের মাধ্যমে উঠান যায় এবং যেকোন পাওনা পরিশোধে চেকের ব্যবহার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে করা যায় । ফলে চেক বিনিময়ের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। অর্থাৎ আমানত সৃষ্টির ফলে চেকের পরিমাণ বৃদ্ধির মাধ্যমে অর্থের যোগান বৃদ্ধি পায়।

Post a Comment

0 Comments