TOP Menu

বাংলাদেশে অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা

বিশ্ব ব্যাংক আন্তর্জাতিক পুনর্গঠন ও উন্নয়ন ব্যাংক নামে প্রতিষ্ঠিত। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতে যুদ্ধবিধ্বস্ত বিভিন্ন দেশের পুনর্গঠন ও উন্নয়ন দায়িত্ব গ্রহণ করে। বিভিন্ন দেশের বিধ্বস্ত শিল্প কারখানা তথা উৎপাদন ব্যবস্থা ও যোগাযোগ পূর্ণ স্থাপনের পাশপাশি এ প্রতিষ্ঠান স্থায়ী অর্থনৈতিক উন্নয়নে নিশ্চিতের জন্য বিভিন্ন স্থাপনা নির্মাণে সহায়তা করেছে। বিশ্ব ব্যাংক এর কার্যক্রম কালক্রমে বিশ্বব্যাপী বিস্তৃত হয়। অনুন্নত রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের পাশপাশি বিশ্ব ব্যাংক সদ্য স্বাধীনতা প্রাপ্ত রাষ্ট্রগুলোতে শিল্পায়ন শহরায়ন, বিদ্যুৎ, জ্বালানি, সড়ক, রেল, সেতু অবকাঠামোগত উন্নয়নে ব্যাপক সাহায্য নিয়ে আসছে। এ ধরনের সাহায্যে প্রাপ্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম ১৯৭২ সালের ১০ মে বাংলাদেশ বিশ্ব ব্যাংকের সদস্য পদ লাভ করে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা অনস্বীকার্য।

বিশ্ব ব্যাংক বাংলাদেশের উন্নয়নে যেসব খাতে সাহায্য করে আসছে তা হলো: 


১. অবকাঠামোগত উন্নয়ন: 
১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালে এদেশের রাস্তাঘাট, শিল্পকারখানা, সেতুসহ যাবতীয় ব্যবস্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয় তাছাড়া পাকিস্তানি শাসকগোষ্ঠীর বিমাতাসুলভ আচরণের কারণে এদেশের যথাযথ উন্নয়ন হয়নি। যুদ্ধোত্তরকালে এদেশের পুনর্গঠনের জন্য ব্যাপক বিনিয়োগ প্রয়োজন হয়। বিশ্ব ব্যাংক এ প্রয়োজন মিটানোর লক্ষ্যে বিপুল পরিমাণ ঋণ সরবরাহ করে এ দেশের শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, রাস্তাঘাট মেরামত, প্রকল্পভিত্তিক বিনিয়োগের ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের সাহায্য আজও বলবৎ আছে।

২. বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণ:
বাংলাদেশে বেসরকারি বিনিয়োগ উৎসাহিতকরণের ক্ষেত্রে বিশ্ব ব্যাংকের অবদান বিশেষভাবে লক্ষণীয়। এছাড়া সরাসরি ঋণদানের মাধ্যমে এ ব্যাংক বাংলাদেশসহ সকল উন্নয়নশীল ও অনুন্নত দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করার ব্যাপারে বিশেষভাবে সাহায্য করে আসছে। এ সাহায্যের কারণে বাংলাদেশসহ প্রায় সব অনুন্নত দেশগুলোতে জনগণের জীবনমানের যথেষ্ট উন্নতি হয়েছে।

৩. আন্তর্জাতিক সমস্যা সমাধানে: 
বিশ্ব ব্যাংক আর্থিক সাহায্য ছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক সমস্যা সমাধানে মধ্যস্ততাকারী হিসেবে ভূমিকা পালন করে আসছে। উদাহরণস্বরূপ ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধুনদের সমস্যা বিশ্ব ব্যাংকের মাধ্যমে মীমাংসা হয়েছে। এছাড়াও বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তি, সীমান্তে কাটা তারের বেড়া সমস্যা ও ভারত কর্তৃক বাংলাদেশের বিভিন্ন দ্বীপ দখল নিয়ে সমস্যা সমাধানে বাংলাদেশের পক্ষে মধ্যস্ততার ভূমিকা পালন করেছে। বিশ্ব ব্যাংক ।

৪. দাতা গোষ্ঠীসমূহের সমন্বয়: 
বিশ্ব ব্যাংক বাংলাদেশের সাহায্যদাতা দেশ ও সংস্থাসমূহের সমন্বয়কের ভূমিকা পালন করে থাকে। এসব দেশ ও সংস্থার মধ্যে ADB, IMF, IDB, JAICA, USAID, UNDP, UNICEF ইত্যাদি উল্লেখযোগ্য।


বিশ্বব্যাংকের ভূমিকা



আলোচনা শেষে বলা যায়, বাংলাদেশেএর বিভিন্নমুখী সমস্যা সমাধান করে দেশটির অর্থনৈতিক উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেবল বাংলাদেশের নয় বিশ্বের বহু উন্নয়নশীল ও অনুন্নত দেশের জনগণের জীবনমান উন্নয়নে বিশ্ব ব্যাংকের ভূমিকা অত্যন্ত সুদূরপ্রসারী। এজন্যই বিশ্ব ব্যাংক একটি শক্তিশালী ও মর্যাদাসম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে বিশ্বে স্বীকৃতি লাভ করেছে।

Post a Comment

0 Comments